ভারতীয় একটি বাংলা ছবি সবার উপরে নায়ক উত্তম কুমারের বাবার ২২ বছর মিথ্যা খুনের দায়ে জেল হয়েছিল। যখন প্রমানিত হল যে আসল খুনি অন্য কেউ, তখন উত্তম কুমারের বাবা আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন -""মিথ্যে এ বিচার, এ রায় এ প্রহসনের রায় আমি মানিনা; আমি মুক্তি চাইনা; ফিরিয়ে দাও আমার সে ২২ টি বছর""
*

সৈয়দ আবুল হোসেনের সারা জীবনের অর্জনকে হিলারী ইউনুস খালেদা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন দুর্নীতির অপবাদে মন্ত্রীত্বই শুধু কেড়ে নেয়নি; সৈয়দ আবুল হোসেনের সারা জীবনের স্বপ্ন সাধনা এবং দেশ ও জাতির জন্য বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যূগান্তকারী অবদানের মাধ্যমে অর্জিত সকল মান সন্মান খ্যাতিকে কলংকিত করেছিল; কলুষিত করেছিল বাঙ্গালী জাতিকে, কলুষিত করেছিল শেখ হাসিনার সরকারকে।
বলা হয়েছিল " বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণে কোন প্রকার সাহায্য সহযোগিতা করবে না কারন বাংলাদেশ সরকার ও বিভাগীয় সংশ্লিষ্ট মন্ত্রক ক্যানাডিয়ান নির্মাতা কোম্পানীর নিকট কোটি ডলার উতকোচ দাবী করেছে এবং আরো অনেক রকম সীমাহীন দুর্নীতি ধরা পড়েছে"
আসলেই ছিল এটা হিলারী বয়ফ্রেন্ড ইউনুসের চাল এবং খালেদার ইন্দন। কিন্তু সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে ক্যানাডিয়ান আদালতে।
No comments:
Post a Comment